ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইউনাইটেড একাডেমী পানাইল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।
অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ৯ জন প্রার্থী অংশ নেন। অভিভাবকদের ভোটে ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন মুন্সী ইকবাল হোসেন ২১২ পেয়ে প্রথম,মো. মশিউর রহমান ১৮৬ পেয়ে দ্বিতীয়,মো. হুমায়ন মোল্যা ১৬৯ পেয়ে তৃতীয়,মো. লিয়াকত হোসেন ১৬০ পেয়ে চতুর্থ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নুরন্নাহার ১৯৩ ভোট পেয়ে প্রথম হয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুক আহমেদ গ্রুপ বিজয়ী হয়েছেন।
মাঝহারুল ইসলাম দাতা সদস্য, পরিমল চক্রবতী ও মো.হেদায়েতুল ইসলাম শিক্ষক প্রতিনিধি এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সাবেরা খানম সকলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মো.আশরাফুর রহমান মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী আলফাডাঙ্গা থানার এসআই মো. ইউনুস আলী বিশ্বাস এর নেতৃত্বে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ