বরিশালের হিজলা উপজেলার চিহ্নিত মাদকসম্রাট ইয়াসিন সহ তার চার সহযোগীকে ২৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ পুলিশ।
নৌ পুলিশের অভিযানের সময় গ্রেফতারের হাত থেকে বাঁচতে নদীতে ঝাপ দেয় ১ মাদক ব্যবসায়ী। গত ২৯ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ৯টায় চাঁদপুর সদর থানাধীন বাঁশগাড়ি খালের মূখে চাঁদপুর নৌ পুলিশের এস আই মোঃ জহির উদ্দিন, মিঠুন বালা, এএসআই রিয়াজুল ইসলাম ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল মেঘনা নদী থেকে ২৬ কেজি গাঁজা ও ১টি স্পিডবোট সহ হিজলা উপজেলার চিহ্নিত মাদক সম্রাট ছদ্মবেশী স্পিডবোট ও মোটরসাইকেল চালক হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামের অলি উদ্দিন মাতুব্বর এর ছেলে ইয়াসিন মাতুব্বর, খোরশেদ বেপারীর ছেলে ইলিয়াস হোসেন, হেলাল উদ্দিন মাতুব্বর এর ছেলে সাইফুল ইসলাম ও শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার জানপুর গ্রামের তোফাজ্জেল গাজীর ছেলে ফারুক গাজী।
মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনার সময় মাদক সম্রাট ইয়াসিনের সহচর ও তার চাচাতো ভাই জয়নাল মাতুব্বর নামের ব্যক্তিটি স্পিডবোট থেকে নদীতে ঝাপ দেয়।
স্থানীয় সূত্রে জানা যায় হিজলা উপজেলার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়া ইয়াসিন গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব দিনদুপুরে উপজেলার বিভিন্ন স্থানে সে নিজে ও তার লোক দিয়ে বিক্রি করে আসছিলো।
চাঁদপুর সদর নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজা ও ১টি স্পিডবোট সহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা করা হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে ঝাপ দেয়া হিজলা উপজেলার চরকুশুরিয়া গ্রামের জয়নাল মাতুব্বর এর ছেলে ইউনুস মাতুব্বর এর কোন সন্ধান পাওয়া যায়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ