কবিঃ মাহাতাব উদ্দিন
অনেক আশা বুকে এল মাহে রমজান
জানিনা কে পাবে গুনাহের পরিত্রাণ।
একটি বছর গড়িয়ে আজ পেলাম এই রোজা
কারো প্রশান্তিতে ভরা কারো আবার বোঝা।
কেউ এবাদতে মশগুল কেউ ক্ষণেই গনে দিন
কেউ খায় আড়ালে গিয়ে না রাখে রোজার চিন।
দুনিয়ার মায়ায় কেউ বা ছুটে টাকাই শুধু নেশা
নামাজ রোজা ছেড়ে ধরে ভিন্ন জাতির পেশা।
রমজানেতে নাজিল হল বরকতময় কোরআন
আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ পেল বিশ্বের মুসলমান।
রহমত মাগফেরাত আর আছে দোযখ হতে মুক্তি
শবে ক্বদর রাতে চাও পানাহ খোদার মহান উক্তি।
হাজার মাসের এবাদত তাতে একটি রাতের মূল্য
হয়না কভূ দুনিয়ার কোন অর্থ টাকার সাথে তূল্য।
হতভাগা কোনসে নাদান গাফেল রহিল এই রাতে
হেলায় ঘুমে গেল প্রহর খোদার কৃপা নাই তাতে ।
ঈদ আনন্দ খুশির জোয়ার বিশ্ব মুসলিম জনতার
ধরেনা খুশি আপামর জাতি নিখিল বিশ্ব জনতার।
হে খোদা দাও সবার মাঝে খুশির জোয়ার ঢেলে
শান্তি সুখের এই ঐক্য বিশ্ব দেখুক নয়ন মেলে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ