নতুন বর্ধিত মন্ত্রী সভায় চট্টগ্রাম থেকে সংরক্ষিত আসনে ওয়াসিকা আয়শা খান এমপিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করায় দক্ষিণ চট্টগ্রাম জুড়ে আনন্দের বন্যা বইছে। সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করার পর থেকে তাঁদের স্ব স্ব নির্বাচনী এলাকাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে মানুষের মাঝে মিষ্টি বিতরণ শুরু হয়।
বর্তমান মন্ত্রিসভায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংরক্ষিত সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানসহ মোট ৭ জন প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন। এমন খবরে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, চট্টগ্রাম থেকে প্রথম কোন নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে বাংলাদেশের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এটি মাইলফলক হয়ে থাকবে। যা উত্তর দক্ষিণ না, পুরো চট্টগ্রামবাসীর জন্য গর্বের।
কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে একজন নারী মন্ত্রিসভায় গেছেন এটা আমাদের জন্য গৌরবের। বিশেষ করে ওনার মতো একজন যোগ্যতাসম্পন্ন নারী মন্ত্রিসভায় সুযোগ পাওয়ায় আমাদের আনন্দের মাত্রাটা একটু বেশি। জানা যায়, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক।
তিনি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের প্রাক্তন মেম্বার আতাউর রহমান খান কায়সারের সুযোগ্য সন্তান।ওদিকে, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসন থেকে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। এর আগে তিনি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
এর পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করেছিলেন নজরুল। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।