আগামীকাল ৯ মার্চ ২০২৪ ইংরেজি, পটুয়াখালী, বাউফল, ৪ নং কেশবপুর ইউনিয়ন পরিষোদের উপনির্বাচন। বিগত নির্বাচন গুলো থেকে এই বার সম্পূর্ণ ব্যতিক্রম। এই বার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে অনেক অনেক এগিয়ে আছেন ফ্রান্স প্রবাসী এনামুল হক অপু ও তার রিক্সা প্রতিক।
উক্ত উপনির্বাচনকে কেন্দ্র করে wsb news টিম এর দীর্ঘ ১০ দিনের নিরপেক্ষ জরিপে এনামুল হক অপুর পক্ষে ভোট প্রদান করেন প্রায় ৭০% ।
অধিকাংশ ভোটার মনে করেন ,বাউফলের মধ্যে কেশবপুর ইউনিয়ন সব দিক থেকে অবহেলিত ও নিপিড়ীত , বার বার চেয়ারম্যান মেম্বার আসে যায় কিন্তু কেউ সাধারণ মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে না।
এনামুক হক অপুকে তারা বিপুলসংখ্যক ভোটে জয় যুক্ত করে ৪নং কেশবপুর ইউনিয়নের অবিভাবকের দায়িত্ব তার হাতে তুলে দিবেন। কেশবপুরের জনগন একজন স্মার্ট নেতা হিসেবে এনামুল হক অপুকে আন্তরিক ভাবে গ্রহণ করেছেন।
তাদের একটাই কথা, চুরি, ডাকাতি, গুন্ডামী ও নেশার রাজাত্ব ঠেকাতে এনামুল হক অপুর কোন বিকল্প নাই, তা ছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব আ স ম ফিরোজ মিয়া এনামুল হক অপু কে ওতোপ্রোতো ভাবে সাপোর্ট করেন বলে এলাকা বাসীর মুখে শুনা যাচ্ছে।
WSB NEWS এর চূড়ান্ত রিপোর্ট এই ধারাবাহিকতায় প্রতিয়মান হয়েছে ….১ম, এনামুল হক অপু - অটো রিক্সা
২য়,আব্দুল মালেক মীর - ঘোড়া
৩য়,মোসাম্মাদ লতিফা বেগম- চশমা
৪র্থ,আবুল কালাম আজাদ তুহিন - আনারস এবং
৫ম,জিয়া উদ্দিন সুজন - টেবিল ফ্যান প্রতিক নিয়ে লড়ছেন।
তবে, ৫ম প্রার্থী জনাব জিয়া উদ্দিন সুজন তালুকদারের বিরুদ্ধে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, অধিকাংশ ভোটারদের অভিযোগ জিয়া উদ্দিন সুজন বহিরাগত কিছু নাম্বারি চোর ও ডাকাত ( ভুখারী,রবিন, প্যাংডা জহির)নিয়ে নির্বাচনের প্রচারনাসহ গণ সংযোগ করতেছে যারা একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ও নাম্বারি গরু চোর ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ