বিশেষ সংবাদদাতাঃ গোপালগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে জনতা বাইলেন( বিধান ছারের বাসার গলি) এর রাস্তাটি চলাচলের জন্য এতটাই সরু যা কিনা বর্তমান ডিজিটাল যুগে অকল্পনীয়। রাস্তাটিতে প্রবেশ করতেই মনে হল এই যুগেও এত সরু রাস্তা দিয়ে কিভাবে চলাচল করে এখানকার লোকজন!
একজন মানুষের মৃত্যু হলে একটা জোম খাট নিয়ে বের হওয়ার কোন উপায় নেই। খাট বাহিরের রাস্তায় রেখে মৃতদেহ আনতে হয়।
কেউ অসুস্থ হলে বা গর্ভবতী কোন রোগীকে জরুরী প্রয়োজনে হাসপাতালে নিতে বা বাহির করতে হলে অ্যাম্বুলেন্স ঢোকার কোন ব্যবস্থা নেই।
অগ্নিকাণ্ডের মত কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ সেবা প্রদানকারী সংস্থার গাড়ী প্রবেশের কোন উপায়তো একেবারেই নেই।
স্থানীয় জনগণের সাথে কথা বলে জানাযায় ইতিপূর্বে সাবেক মেয়র মহোদয়দের নিকট হতে রাস্তা প্রশস্তের জন্য বারবার জাননো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কেন কি কারণে ব্যবস্থা নেওয়া হয়নি তা তাদের অজানা।
ঐ রাস্তা ব্যবহারকরী পথচারীরা জানান, গোপালগঞ্জের বর্তমান পৌর মেয়র মহোদয়ের নিকট আমাদের সময়ের দাবি রাস্তাটি প্রশস্থ করে এলাকার জনগণের সাথে তিনি থাকবেন এবং জনেনত্রী ুঙ শেখ হাসিনার উন্নয়নকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন। এলাকাবাসি অনুরোধ করে বলেন, বর্তমান মেয়র মহোদয় চাইলে পৌর কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত সাপেক্ষে যাচাই বাছাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
এলাকাবাসীর প্রাণের দাবী দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবেন মেয়র মহোদয়।