বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর তীরে স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল মাঝি (৫৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় ২ গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার নদীর তীরে ১৬ই মার্চ শনিবার সকাল ৯টায় ২ গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে । ধুলখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত কাদির মাঝির ছেলে জামাল মাঝির (৫৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ।
এবিষয় নিহতের স্ত্রী দাবী করেন ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালির সঙ্গে তার স্বামী জামাল মাঝির তর্কবিতর্ক হয়েছে তখন তিনি আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। তার পরিপেক্ষিতে জামাল ঢালীর নেতৃত্বে এই হত্যাকান্ড ঘটে।
নিহত জামাল মাঝির স্ত্রী আরও বলেন, চেয়ারম্যান জামাল ঢালি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী কেন্দ্রীয় নেতা ড. সাম্মি আহম্মেদের লোক। আমার স্বামী জামাল মাঝি স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের রাজনীতি করতেন। এ নিয়েই দ্বন্দ্ব চলছিলো।
হিজলা থানার অফিসার ইনচার্জ জুবায়ের আহমেদ বলেন, পালপাড়া ওয়ার্ড আওয়ামীগীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এছাড়া থানায় কেউ লিখিত কোন অভিযোগও দেননি বলে জানান তিনি।