পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের দিকনির্দেশনায় পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে করতোয়া ফিলিং স্টেশন সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার লাউথুতি গ্রামের মোঃ মোজ্জামেল হক (৪৫) ও তাহার স্ত্রী মোছাঃ রওশনআরা বেগম (৪০)। গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ইং ১৭/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.২০ ঘটিকার দিকে পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, এসআই(নিঃ)/
পলাশ চন্দ্র রায়, এএসআই(নিঃ)/মোঃ গোলাম রব্বানী, পিপিএম, এএসআই(নিঃ)/মোঃ হান্নান শাহ্, এএসআই(নিঃ)/মোঃ মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উল্লিখিত আসামীদের নিকট হইতে ২৭ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করেন। এই বিষয়ে পঞ্চগড় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ