গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (১৭ মার্চ) সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রাম থেকে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করে তারা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো-আজিজ শেখ (২৬), জাবেদ হোসেন (২৩), ইমানুর রহমান (২১) ও আরিফ হোসেন (২৬)।
এদের মধ্যে প্রথম দুই জনের বাড়ি গোপালগঞ্জে এবং পরের দুইজনের বাড়ি চট্টগ্রামে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।