শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের জমকালো আয়োজনে ঐতিহ্যের উদযাপন,কথা ৭১ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন আলফাডাঙ্গায় গরুর ফার্মে ডাকাতির চেষ্টা,আইনশৃঙ্খলা অবনতিকে দায়ী করলেন এলাকাবাসী সুনামগঞ্জে বিএনপি নেতা ফারুক মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লৃটপাঠের প্রতিবাদে মানববন্ধন পর্ণোগ্রাফার চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল চবিতে ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ ঘোষণা – নেতৃত্বে মোবারক ও আশিফ আমতলীর ইউএনওর বদলী আদেশ ৪৮ ঘন্টার আল্টিমেটাম শান্তিগঞ্জের মনবেগ গ্রামের মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান গোপালগঞ্জে কাশিয়ানী ইয়াবাসহ মহিলা আটক পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে বাজার মনিটরিং বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন

গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা খালিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
49.4kভিজিটর

গোপালগঞ্জে গেটপাড়া পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ সাইফুল্লাহ আনোয়ার। মঙ্গলবার বাদ জোহর গোপালগঞ্জে এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর গেটপাড়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফণ করা হয়।

এদিকে, গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রিয় এ সংগীত শিল্পীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন। মঙ্গলবার ভোর ৪ টায় খালিদ সাইফুল্লাহ’র লাশ গোপালগঞ্জ শহরের বাড়িতে এসে পৌঁছায়।
এ খবর পেয়ে সকাল থেকে প্রিয় শিল্পীকে এক নজর দেখতে বাড়িতে এসে ভীড় জমায় সহপাঠি, বন্ধু বান্ধব, পাড়া-প্রতিবেশী ও স্বজনরা।

এসময় সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে, নাতি খাতি বেলা গেল, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেলনা তাকে, সরলতার প্রতীমা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শ্রষ্টা এই গুনী শিল্পী।
ওইদিন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিল্পী খালিদ সাইফুল্লাহকে তাৎক্ষনিকভাবে গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর রাত ১১ টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে খালিদ সাইফুল্লাহ প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিকসূত্রে জানা যায়, কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন খালিদ।

একাধিকবার হৃদরোগের চিকিৎসা নিয়েছেন তিনি। ১৯৬৩ সালে গোপালগঞ্জ শহরের কলেজ রোডের বনেদি মুসলিম পরিবারে খালিদ সাইফুল্লাহ আনোয়ার জম্ম গ্রহন করেন।পরিবারে ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার পিতা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক বি এ হেমায়েত উদ্দিন ও মাতা আনোয়ারা বেগম। অনেক আগেই গত হয়েছেন তারা।
ছোট বেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল তার।

স্থানীয় শিল্পকলা একাডেমী ও পারিবারিক পরিমন্ডলে শৈশবে তার সংগীত চর্চা শুরু হয়। ছাত্রজীবনেও একজন সংগীত শিল্পী হিসেবে স্কুল ও কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান করে ব্যাপক প্রশংসা কুড়ান। আশির দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন।৮৩ সালে সমমনা শিল্পীদের নিয়ে তিনি ‘চাইম’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন।
তিনি ছিলেন চাইম-এর ভোকালিষ্ট।

ওইসময় খালিদ সাইফুল্লাহ’র কন্ঠে বেশ কিছু গান হিট হয়। যা পরবর্তীতে ব্যান্ড দল চাইম’কে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
তার ওইসব জনপ্রিয় গান আজও মানুষের মুখে মুখে বাজে। সংগীত শিল্পী খালিদ সাইফুল্লাহ’র স্ত্রী শামীমা জাহান ও একমাত্র ছেলে আরিক যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহসান গোপালগঞ্জে থাকেন।
মেজ ভাই ছিলেন, বিখ্যাত আইনজীবি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা’র) প্রতিষ্ঠাতা মরহুম ড. মহিউদ্দিন ফারুক।
সংগীত শিল্পী খালিদ সাইফুল্লাহর জানাজায় বাংলাদেশের জনপ্রিয় গীতিকার প্রিন্স মাহমুদ সহ জেলার সর্বস্তারের মানুষ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x