নওগাঁয় প্রাকৃতিক কৃষি বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে নওগাঁ সদর উপজেলার ফুড প্যালেস রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এম এম মামুন,নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আব্দুর রশিদ তারেক, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল নবী বেলাল প্রমুখ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে কৃষি উপকরণ হিসেবে সবজি বীজ, কোদাল, গামছা তুলে দেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক, কৃষাণী অংশগ্রহণ করেন। প্রাকৃতিক চাষ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং তারা নওগাঁয় বিষমুক্ত সবজি উপহার করার অঙ্গীকার করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ