বরিশাল সার্কিট হাউজের নাজির নাসির সরদারের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে জনৈক এক ব্যক্তি বরিশাল জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়: বরিশাল সার্কেট হাউজের নাজির প্রায় দীর্ঘ পাঁচ বছর যাবত সার্কিট হাউজে থাকায় নানান অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন। অবৈধভাবে উপার্জন করেছেন কোটি কোটি টাকা।
বরিশাল সার্কিট হাউজের নাজির নাসির সরদার দীর্ঘদিন সার্কিট হাউজের নাজিরের দায়িত্বে থাকায় ঊর্ধ্বতম অনেক লোকদের সাথে সম্পর্ক করে অবৈধ সম্পদের পাহাড় বানিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারী।
অভিযোগে আরো উল্লেখ করেন সার্কিট হাউজের নাজির নারীদের দিয়ে একটি সংগঠন করে সেই সংগঠনের কতিপয় নারীদেরকে অবৈধ পথে পরিচালনা করে উর্ধতম কর্মকর্তাদের সাথে সখ্যতা করেছেন।
নাজির নাসির সরদারের নামে বেনামে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ রয়েছে যাহা অভিযোগে উল্লেখ করেছেন এবং স্থানীয় অনেকেই এই অভিযোগের সত্যতা বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।
কতিপয় সাংবাদিক নাসির সরদারের অবৈধ সম্পত্তির ব্যাপারে তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার রুইয়ার পোলে গেলে জানতে পারে তার একটি মার্কেট আছে এবং তার একাধিক ওয়ারিশের সম্পত্তি তিনি দলিল করেছেন যাহার মূল্য পেরাই কোটি টাকা।
নাসির সরদারের অফিস কলিক দের মধ্য হতে অনেকেই বলেন তিনি দুর্নীতিবাজ ও নারী লোভী। অভিযোগ কারী বলেন বরিশাল জেলা প্রশাসক যদি নাজির নাসির সরদারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে কোন ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমি বিভাগীয় কমিশনার এবং দুদক সহ সকল অধিদপ্তরে অভিযোগ দায়ের করব।
অভিযোগের বিষয় বরিশাল জেলা প্রশাসন মহোদয় কে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি তবে বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের সিএ মাইনুল ইসলাম অভিযোগ পেয়েছেন এবং জেলা প্রশাসক স্যারে অভিযোগটি দেখেছেন বলে সাংবাদিকদের মুঠোফোনে জানান তিনি আরো বলেন অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল সার্কিট হাউজের নাজির নাসির সরদার কে তার বিরুদ্ধে দেয়া অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ সম্পর্কে জানিনা তবে আমি কোন দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত নয়।