রনি আহম্মেদ, স্টাফ রিপোর্টার:- নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে গাউছিয়া কাচাঁবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ডেমরা, আড়াইহাজার, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট। ভোর রাত সোয়া ৩ টার দিকে আগুনের সুত্রপাত হয়।
জানাযায়, গাউছিয়া কাচাঁবাজারে প্রায় দেড়’শোর অধিক বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর মধ্যে
হার্ডওয়্যার, টিনের দোকান, চাউলের গোডাউন, অটোমোবাইল, ঔষধের দোকান, ছোট ছোট কাচামালে দোকান, খাবারের দোকান রয়েছে।
সড়কে টহলরত ভুলতা পুলিশ ফাড়ির এসআই
উত্তম জানান, রাতে বৃষ্টি সেরে যাবার পর সেহরীর সময় মার্কেটের সামনে বৈদ্যুতিক তার থেকে আগুনের সৃত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। তারা সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুমে ম্যাসেজ দেয়। ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক সালেহউদ্দিন আহমেদ জানান, ডেমরা, আড়াইহাজার, কাঞ্চন ও আদমজী ও পূর্বাচল ষ্টেশনের ১০ টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় ৬ টারদিকে আগুন নিয়ন্ত্রনে আসে।