হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র্যাব, বরিশাল- ৮, নৌ পুলিশ ফাঁড়ি হিজলা, বরিশাল।
মোঃ জহিরুল ইসলাম, পেটি অফিসার, কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিন, জোন, বিসিজি স্টেশন, হিজলা।
এর যৌথ অভিযানে অদ্য ২৪ ও ২৫ মার্চ ২০২৪ তারিখের যৌথ অভিযানে হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৬১ জন জেলে কে আটক করা হয়েছে। ৬১ জনের মধ্যে ৭ জন কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৫২ জন কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ জন কে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, অফিসার ইনচার্জ, নৌ পুলিশ ফাঁড়ি, হিজলা, মোঃ তরিকুল ইসলাম তালুকদার। ডিএডি মোঃ জামাল উদ্দিন, র্যাব, বরিশাল ৮। এসআই রফিকুল ইসলাম, হিজলা থানা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরে মেঘনা নদী থেকে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের অভিযানে(৪৬ বস্তা) ৫২ লাখ ৩০ হাজার মিটার ইনটেক কার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।গোপন সংবাদের সূত্রে জানা যায় যে ঢাকা থেকে ভোলার লালমোহনের উদ্দেশ্যে অসাদু একটি চক্র জ্বাল নিয়ে যাওয়ার পথে প্রশাসনের হাতে ধরা পরে।
হিজলা উপজেলার বাউশিয়া ঘাট সংলগ্ন নদীর পাড়ে সকলের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ