ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের প্রাক্কালে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা হয়।
সকাল ৮টায় বোয়ালমারী উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বোয়ালমারী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী থানা, উপজেলা কৃষকলীগ, বোয়ালমারী প্রেসক্লাব, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।
পরে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর জিয়ারতের উদ্দেশ্যে একটি র্যালী বের হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান , পৌর মেয়র সেলিম রেজা লিপন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ। গণকবরে শ্রদ্ধা নিবেদন ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।
গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, পুলিশ-আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ বছর পবিত্র রমজান উপলক্ষে কিছুটা কাটছাঁট করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ