শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের সুনামগঞ্জে বিএনপি নেতা ফারুক মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লৃটপাঠের প্রতিবাদে মানববন্ধন পর্ণোগ্রাফার চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল চবিতে ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ ঘোষণা – নেতৃত্বে মোবারক ও আশিফ আমতলীর ইউএনওর বদলী আদেশ ৪৮ ঘন্টার আল্টিমেটাম শান্তিগঞ্জের মনবেগ গ্রামের মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান গোপালগঞ্জে কাশিয়ানী ইয়াবাসহ মহিলা আটক পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে বাজার মনিটরিং বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন গ্রামীণ জনপদে পুষ্টি ও সচেতনতা বাড়াতে দিন ব্যাপী মেলা গ্রামীণ জনপদে পুষ্টি ও সচেতনতা বাড়াতে দিন ব্যাপী মেলা

গোপালগঞ্জে এক কোপে জামাইয়ের হাতে শশুর খুন

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
45.9kভিজিটর

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে জামাইয়ের হাতে শশুর বাদশা গাজী (৬৫) খুন হয়েছেন। ঘরে থাকা বটি দিয়ে এক কোপে দেহ থেকে শশুরের মাথা বিচ্ছিন্ন করে দেয় জামাই।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে জামাই মুরাদ আলী (৪০) তার শশুরকে বটি দিয়ে এক কোপ দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়।

ঘাতক জামাই বাদশা গাজীর স্ত্রী ও নিহতের মেয়ে তানিয়া বেগমের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী তানিয়া বেগম ধলইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
চাকরীর সুবাদে জামাই মুরাদ আলী শশুর বাড়িতেই থাকতো।


ঘাতকের বাড়ি পার্শ্ববতী নড়াইল জেলায়।
গত বৃহস্পতিবার সে তার দুই সন্তানকে নিয়ে তার গ্রামের বাড়ি যায়।
গতকাল শুক্রবার দুপুরে সে বাড়ি থেকে সন্তানদেরকে সাথে নিয়ে শশুর বাড়িতে আসে।
কেউকে কিছু না বলে ঘরে থাকা বটি দিয়ে ঘুমন্ত শশুরকে কুপিয়ে খুন করে। এঘটনার পর এলাকাবাসী ঘাতক জামাইকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আরো জানান,অভিযুক্ত জামাই সৌদি আরব চাকরী শেষেবেশ কয়েকবছর বছর আগে বাড়িতে আসে।
কিছুদিন হলো জামাই তার শশুর বাড়ির লোকজনকে দোষারোপ করে আসছিল যে, তাকে যাদু টোনা করা হয়েছে। যেকারনে সে অতিসম্প্রতি অস্বাভাবিক আচরন করে আসছিল বলে তার স্ত্রী ধলইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানিয়া বেগম জানিয়েছেন।

ঘটনার খবর শুনে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামাতা পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x