গতকাল মঙ্গলবার রাজধানী থেকে ঈদ করতে বাড়িতে এসেছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের বাসিন্দা মহিন মীনা। পেশায় টাইলস মিস্ত্রী তিনি। তবে এই যাত্রাই যে তাঁর শেষ যাত্রা হবে, সেটা হয়তো কল্পনাও করেননি তিনি।
আজ বুধবার সকালে নিজের চাচাতো ভাই নজরুল মীনা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মহিন মীনাকে। এমনটাই অভিযোগ করেছে তাঁর পরিবার। মহিন মীনার স্ত্রী মুক্তা বেগম জানান, পৈতৃক পুকুরে মাছ ধরা নিয়ে বিতণ্ডার জেরে চাচাতো ভাই নজরুল হত্যা করে মহিনকে।
জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে পুকুরে মাছ ধরতে যান মহিন মীনা। এতে চাচাতো ভাই নজরুল মীনা বাধা দেন। এ নিয়ে দু’ জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে নজরুল তার হাতে থাকা দা দিয়ে মহিন মীনার মাথা ও ঘাড়ে আঘাত করে। এ সময় নজরুলের সঙ্গে থাকা অন্যরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। সংকটাপন্ন আবস্থায় গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মহিনকে মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মহিন মীনার মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে