বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়েদে,শোন আসমানী তাগিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পাটগ্রাম উপজেলা সহ বাংলাদেশে ও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ চৌধুরী তিনি উপজেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাইদ চৌধুরী বলেন,এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা সাধনার মধ্য দিয়ে মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।তাই সবাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।
তিনি আরো বলেন, সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করতে হবে। যে যেখানেই যেভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠ জন, নিকটতম আত্মীয় সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিবেন।কোন অসহায় ওদুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এজন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে।সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।