পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদের দিন সাবেক পরকীয়া প্রেমিকের হাতে নিহত হয়েছেন শাহনাজ পারভীন নামে এক গৃহিণী।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল নয়টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মতিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহনাজ একই এলাকার আব্দুও মজিদের স্ত্রী।
স্থানীয়রা জানান, শাহনাজের স্বামী মজিদ ঢাকায় কাজ করতেন। শাহনাজ তার ছয় বছর ও চার মাস বয়সী দুই সন্তানকে নিয়ে বাসায় থাকতেন। এরই মাঝে শাহনাজের সাথে প্রতিবেশি রাজুর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।
বিষয়টি পরে শাহনাজের শ্বশুর বাড়ির সদস্যরা জানতে পারেন। এই নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিগণ বেশ কয়েক বার সালিশ করে মীমাংসা করে দেন। শাহনাজ রাজুর সাথে সম্পর্ক রাখবেন না বলে তাকে জানিয়ে দেন। তবে রাজু সম্পর্ক চালিয়ে যেতে শাহনাজকে চাপ দিতে হবে। কিন্তু রাজুর কোন কথাতেই শাহনাজ রাজি হচ্ছিল না। এরই জেরে আজ সকাল নয় টায় রাজু শাহনাজের বাড়িতে গিয়ে তার ঘরে প্রবেশ করে।
ধারালো অস্ত্র দিয়ে এইসময় শাহনাজের শ্বাসনালী কেটে ফেলে রাজু। পেটেও কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শাহনাজ মারা যায়। শাহনাজের মৃত্যু নিশ্চিতের পর রাজু পালানোর সময় বাসার পাশেই খেলতে থাকা দুই শিশু তাকে দেখতে পায়। শাহনাজের স্বামী এইসময় ঈদের নামায পড়তে গিয়েছিলেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাণ্ড অবস) কনক কুমার দাস ও দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই সময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করে পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”