গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আলিম বিশ্বাস(৬২)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।মঙ্গলবার(১৬ এপ্রিল)সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আলিম বিশ্বাসের বাড়ী কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফিরোজ আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধ আলিম বিশ্বাস কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ