গোপালগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে বিস্ফোরণে মো. সুবাহান মাসুদ (৪০) ও তাঁর পাঁচ বছরের ছেলে মো. আব্দুল্লাহ (৫) আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রিপন বলেন, ‘প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরেন সুবাহান মাসুদ। এ সময় মোটরসাইকেল পার্কিং করার সময় মাটিতে পা রাখতেই একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে মাসুদ ও তাঁর পাঁচ বছরের ছেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাতে গোপালগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ তার বাবাকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানিয়েছি।’
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ