বরিশালের হিজলায় লঞ্চঘাটে রাজহংস ১০ লঞ্চের ধাক্কায় পল্টন থেকে নদীতে পড়ে ১ জন নারী নিখোঁজ হওয়ার সংবাদ গেছে । আজ ২৭ই এপ্রিল সন্ধা ৬ টা ৩০ মিনিটে উপজেলার পুরাতন হিজলা লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোজ নারী বড়জালিয়া ইউনিয়নের স্থানীয় মেঘনা বাজার সংলগ্ন আব্দুল করিম শিকদারের স্ত্রী সালেহা বেগম ( ৫৫)।
নিখোঁজ সালেহা বেগম ঢাকায় যাওয়ার জন্যে লঞ্চ টার্মিনালে অবস্থান করছিলেন, এসময় বেপরোয়া ভাবে রাজহংস ১০ লঞ্চটি পল্টনে ধাক্কা দিলে কোন কিছু বুঝে উঠার আগেই সালেহা বেগম নদীতে পরে যায়। খবর পেয়ে ২ ঘন্টা চেষ্টা করেও সালেহা বেগমকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মিরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল থেকে ডুবুরি আসার অপেক্ষায় সালেহা বেগমের স্বজনরা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ