মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার সময় সুশীল সমাজ ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমানের নিকট মেহেরপুরে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালাল, উপপ্রচার-প্রচারণা সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যডভোকেট সাইদুর রাজ্জাক, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব আহমেদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়াসহ আওয়ামী লীগ ও বিএনপির, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে YEH এর যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ও বসুন্ধরা শুভ সংঘের মেহেরপুর জেলা সাধারন সম্পাদক পলাশ আহম্মেদ সহ, রেড ক্রিসেন্ট জেলা সভাপতি শান্ত ইসলাম সহ নেতৃবৃন্দরা, সুশীল সমাজ ও তরুণ সংস্থাগুলোর প্রতিনিধিগণ স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন।
আজ সোমবার সকালে শহরের লা ভোগ রেস্টুরেন্টে
মেহেরপুর সদর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি স্থাপনের দাবিতে কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই স্বারকলিপি প্রদান ও সভার আয়োজন করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ