হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিনে দুই চেয়ারম্যান প্রার্থী ও একজন পুরুষ ভাইস চেয়ারম্যান তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান সহকারী রিটার্নীং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
মনোনয়ন প্রত্যাহার করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ। সে হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম এবং হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।
এর আগে চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দেন: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির দপ্তর সম্পাদক নুর খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন শাহ, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।
অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হুদা মনি তার মনোনয়ন প্রত্যাহার করেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দিলেন : সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, মোছা.শারমিন আক্তার, বিবি ফাতেমা শিল্পী, এবং সাজেদা বেগম।
পুরুষ ভাইস চেয়ারম্যান: আশরাফ উদ্দিন জীবন, নাজমুল হুদা, অশোক কুমার নাথ, এম এ খালেদ, এবং নুরুল আবছার ৫ জন হলেও নাজমুল হুদা মনি তার মনোনয়ন প্রত্যাহার করেন।
সহকারী রিটার্নীং অফিসার ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, আজকে মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিনে দুইজন চেয়ারম্যান এবং একজন পুরুষ ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ