তীব্র তাপদাহ থেকে শ্রমজীবী মানুষদের রক্ষা করতে আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করেছেন জেলা প্রশাসক।গত বুধবার (১ মে) দুপুরে জেলা শহরের বিভিন্ন যায়গায় তীব্র তাপদাহে খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী মানুষদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এর পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহরের সকল রিকশা চালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার রিকশা বিতরণের সময়, বলেন প্রচণ্ড তাপদাহের মধ্যে বেশি বেশি পানি পান করতে হবে, একটানা রিকশা না চালিয়ে কিছু সময় বিরতি দিয়ে আবার চালাতে হবে। এতে শরীর সুস্থ থাকবে। আমরা যারা সরকারি চাকরি করি তারা অফিসের মধ্যে থেকেই কাজ করি, কিন্তু যারা দিন মজুর, শ্রমিক বা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা খুব কষ্টে আছেন এই গরমে। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে হয়তো কিছুটা হলেও সহায়ক হবে এই ছাতা।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা @ (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।