গোপালগঞ্জে মোটর সাইকেল চাপায় সাগর বিশ্বাস (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার (৩ মে) রাতে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার এ তথ্য নিশ্চত করে বলেন,নিহত সাগর বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের সঞ্জিব বিশ্বাসের ছেলে।
সে জেলা শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। শিক্ষার্থী সাগর বিশ্বাস ঢাকা-খুলনা সহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হন।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিসাধিন অবস্থা সে মারা যায়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ