ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (৪মে) রাতে পৌরসভার ছোলনা গ্রামে পৌর আওয়ামী লীগের আয়োজনে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক ও মেয়র সেলিম রেজা লিপন। এ সম্মেলনে নেতারা পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হোন মো. মুন্নু মোল্যা, সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, ও সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান অনিক।
পৌর আওয়ামী লীগের ১ নং সদস্য মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলী আকবর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ