২১ ই মে হিজলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা, শেষ সময়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, প্রার্থনা করছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আপন ২ ভাই ও চাচা ভাতিজা মুখোমুখি ভোট যুদ্ধে। ছাড় দিচ্ছেন না কেউ কাউকে। হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন ।
তাদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ২ বারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার মটরসাইকেল প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন।তার আপন সেজো ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
অপরদিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালীর ছেলে নজরুল ইসলাম রাজু ঢালী চিংড়ি মাছ ও তার আপন চাচা মোঃ দেলোয়ার হোসেন ফারুক ঢালী আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট হাফিজুর রহমান মাহমুদ হেলিকাপ্টার প্রতিক নিয়ে লড়াই করছেন।
আপন ২ ভাই ও চাচা ভাতিজার এই ভোট যুদ্ধ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উপভোগ করেছেন সাধারণ ভোটার’রা। উপজেলা ব্যাপি সাধারণ ভোটারদের বড় একটি অংশই মনে করেন ছোট ভাইয়ের কাছে পরাজিত হতে পারেন বড় ভাই এবং ভাতিজার কাছে চাচা।
তবুও কেনো ছাড় দিচ্ছে না নির্বাচনী মাঠে এমন প্রশ্ন ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থী আলতাফ মাহমুদ দিপু সিকদার এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমি শেষ সময় পর্যন্ত আশাবাদী, পারিবারিক ভাবে চেষ্টা করা হচ্ছে সমাধানের এবং এর সমাধান হবে।
চাচা ভাতিজার লড়াই নিয়ে ভাতিজা চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন এটা নির্বাচনী কৌশল, আমাদের পরিবার এক এবং অভিন্ন, অপেক্ষা করুন শেষ সময়ের চমকের জন্যে।
এছাড়া হিজলা উপজেলা পরিষদে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফারুক সরদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কারুজ্জামান সাইলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান শান্ত,
সাবেক ছাত্রলীগ নেতা এস এম লোকমান,এছাড়াও রয়েছে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন এর ছেলে উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মাহিম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন।