নওগাঁয় নিউ মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর কমাশিয়াল সেমিনার অনুষ্ঠিত

সুবীর দাস নওগাঁ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
47.3kভিজিটর

নওগাঁয় নিউ মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর কমাশিয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) নওগাঁ জেলা সদরে ডানা পার্কের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে গ্রিন ফুডস্ এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শরিকুল হাসানের সভাপতিত্বে ও নিউ মডার্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সত্ত্বাধিকারী মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় প্রায় ৫০ জন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ব্যবসায়ী অংশ নেন।

এ সময় প্রধান অতিথি এম. মাসুদ রানা, নির্বাহী সম্পাদক, নওগাঁ মাল্টিপারপামস কো-অপারেটিভ সেসাইটি লি: এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ ফুডস্ বেভারেজ এ্যান্ড কঞ্জুমার, চাপাইনবাবগঞ্জ এর সত্ত্বাধিকারী মোঃ সাদেকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ নাজমুস সাকিব, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সল্যুশান (রাজশাহী) এর প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিঃ মোঃ শফিকুল হাসান প্রমুখ।

বাংলাদেশের উন্নয়ন চিত্র, বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশ, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রসমূহ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা তাদের নিজেদের পণ্যের গুনাগুন ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x