ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় অডিটোরিয়াম হল রুমে শীর্ষক আলোচনা ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। স্বদেশ প্রত্যাবর্তন (১৭ মে) তবে এ মাসের ২৫ মে এ দিনটি পালন করেন যুবলীগ নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মো. হান্নান মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম, পৌর যুবলীগের সদস্য ওবায়দুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য নিখিল সাহা, রঞ্জু আহমেদ, ওবায়দুর রহমান, ইলিয়াস মোল্যা, কামরুল ইসলাম, যুবলীগ নেতা বেলায়েত বারী, কায়েস দেওয়ান, রাজু বিশ্বাস, মো. সম্রাট, প্রমুখ।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বুরহান উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান, সাতৈর ইউনিয়নের সাধারণ সম্পাদক মৃধা খায়েরুজ্জামান খায়ের, পরমেশ্বরদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম, রুপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রুপম, সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কবুল, চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দুলাল শেখ, শেখর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ, দাদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাবলু মিয়া, ময়না ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার আরজু, ও সাধারণ সম্পাদক রাসেল কবির,প্রমুখ। এছাড়া যুবলীগের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ