প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব পদ থেকে গাজী হাফিজুর রহমান লিকুর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি প্রজ্ঞাপনটিতে সই করেছেন। আগামী ১ জুন থেকে এই চুক্তি বাতিল কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ