গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রামে মাছ শিকারে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে রিয়াদ খান (২১) নামের এক যুবকের মুত্যু হয়েছে। সে পেশায় একজন নির্মান শ্রমিক। বুধবার (২৯ মে) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রিয়াদ ওই গ্রামের মোঃ কামরুল ইসলাম খানের ছেলে।
গোপালগঞ্জ বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম বলেন, সকালে আমারা খবর পাই পশ্চিম নিজড়া গ্রামের উত্তর পাড়ায় একটি লাশ পড়ে আছে।
পরে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই যুবক পেশায় একজন নির্মাণ শ্রমিক। সে মঙ্গলবার ২৮ মে দিবাগত রাতে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়।
মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে বা যেকোন সময় স্থানীয় একটি মৎস্য ঘেরের বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ