সিভিল সার্জনকে ছাড়াই শেষ মুহুর্তে তড়িঘড়ি করে আগামী ১ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন আয়োজনের জন্য গত বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই সভায় সাংবাদিকদের দাওয়াত দেয়া নিয়ে বৈষম্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে সিভিল সার্জন ডা.জিল্লুর রহমান উপস্থিত না থাকায় যেনতেনভাবে সমাপ্ত করা হয় সভা।
সিভিল সার্জন সভা চলাকালীন সময়ে কোথায় ছিলেন তা সংশ্লিষ্ট কার্যালয়ের কেউ জানায় নাই।ভিটামিন-এ প্লাস খাওয়ানো একটি জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি। এসব সভায় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক উপস্থিত থাকা উচিত হলেও গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা সীমিত সংখ্যক সাংবাদিকদের ডেকে নিয়ে আসেন।
অনারীয়াম দেয়ার সরকারি সিদ্ধান্ত মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা করা হয় বলে জানিয়ে সিএস অফিসের কর্মকর্তারা বলেন আমরা কেনো দুর্নীতি করিনা। উল্লেখ্য গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার দুই লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রতি বছরই দায়সারা গোছের কর্মকাণ্ড পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা। সিএস অফিসের কর্মকর্তাদের দায়সারাভাবে কর্মকাণ্ড চালানোয় সাংবাদিকরা অসন্তোষ প্রকাশ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ