ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে চলাচল নিষিদ্ধ মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে কৃষক আলতাফ মোল্যার মৃত্যু হয়েছে।
সোমবার (৩জুন) সকালে পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বোয়ালমারী ইউনিয়নের চালিনগর গ্রামে আলতাফ মোল্যা (৬৫) নামের একজন বৃদ্ধ কামারগ্রাম অবস্থিত জোনাল অফিসে বিদ্যুত বিল দিতে যায়। বিল পরিশোধ করে বাড়িতে যাওয়ার জন্য বাইসাইকেলে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সড়কে চলাচল নিষিদ্ধ মাটিবাহী ট্রাক্টর বোয়ালমারী অভিমুখে যাওয়ার সময় ওই কৃষককে চাপা দেয়। পরে ঘটনা স্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রলিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ