ফরিদপুরের সালথা উপজেলার ১ নং রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০মে) দুপুরে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসারত হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আব্দুস সোবহান, মোঃ বাচ্চু মিয়াসহ রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে এক কোটি ৫৮ লক্ষ ৪৯হাজার ৮৯৮ টাকা।
ব্যায় ১ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৩৯৮ টাকা। এছাড়া উদ্বিত্ত ধরা হয়েছে ২ লক্ষ ৬৬হাজার ৫০০টাকা।