বুধবার (৫জুন) আগামীকাল বোয়ালমারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।
গতকাল সোমবার ৪ জুন দিন যেয়ে রাত বারোটায় উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা মিছিল মিটিং ও সকল কার্যক্রমের শেষ দিন ছিল।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন নির্বাচনে অংশ গ্রহণ করছে। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচন করছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ ও বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা মোটরসাইকেল মার্কা নিয়ে চেয়ারম্যান পদে লড়াই করছেন। জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদে লড়াই করছেন।
আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী মো. হিরু মুন্সি কাপ পিরিচ মার্কা নিয়ে চেয়ারম্যান পদে লড়াই করছেন। কৃষকলীগ নেতা লিটন মৃধা আনারস মার্কা নিয়ে ভোটের মাঠে লড়াই করছে।
ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে; উপজেলা ছাত্রলীগ নেতা রাহাদুল আকতার তপন উড়োজাহাজ মার্কা, যুবলীগের যুগ্মআহবায়ক শাফিউল্লাহ সাফী চশমা মার্কা, শফিকুল ইসলাম টিপন মিয়া টিউবওয়েল মার্কা, মাও জুবায়ের হুসাইন মাইক মার্কা, ও মৎসজীবিলীগ নেতা মো. আসাদুজ্জামান পরশ তালা মার্কা নিয়ে ভোটের মাঠে ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, মণিকা রাজবংশী, মোছা. শাহনাজ বেগম, পারভীন রহমান, ঝর্ণা বেগম ও কাজী সালমা শাহিন।
তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ২ লাখ ৬ হাজার ১৮৮ জন ভোটা রয়েছে। ৭৮ টি কেন্দ্রে ৫৯০টি বুথে ভোটাররা তার ভোট প্রয়োগ করবেন।
সহকারী রিটার্নিং অফিসার মো. মেহেদী হাসান জানান, কেন্দ্রেগুলোতে ব্যালট পেপার পৌছানো হবে। বুধবার (৫ জুন) সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হবে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীন র্যাব, বিজিবিসহ স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রতিকার ঘটনা ঘটেনি। অবাধ সুষ্ঠু নিরবিচ্ছিন্ন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় থাকবে।