সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো ও ন্যাচারাল পার্ক সম্প্রতি ক্রোক করেছে আদালত। ওই ক্রোক সম্পত্তি থেকে চুরি করার সময় প্রায় ৬০০ কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন।
গত শুক্রবার রাতে এসব মাছ জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে প্রায় ৮৩ হাজার ৭০০ টাকা জমা দেয়া হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো: জিল্লুর রহমান রিগ্যান জানান, ওই রিসোর্ট থেকে মাছ ধরে বিক্রি করার সময় মাছ জব্দ করা হয়। পরে তা নিলামে বিক্রি করা হয়।
এদিকে বেনজির আহমেদের সাভানা ইকো ও ন্যাচারাল পার্কের দায়িত্ব নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে এ দায়িত্ব গ্রহণ করে জেলা প্রশাসন। এখন থেকে তাদের নিয়ন্ত্রণে থাকবে ওই পার্ক। তবে দর্শনার্থীদের জন্য পার্কটি এখনই খোলা হচ্ছে না বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ