আলফাডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৮ জুন ( শনিবার) দিবসটি পালনে উপজেলা হলরুমে ভূমি অফিসের আয়োজনে ৮থেকে ১৪ জুন’২৪ পর্যন্ত ভূমি সপ্তাহ উদযাপনে এ দিবসটি পালন করে। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন'র সভাপতিত্বে বক্তব্য দেন সদ্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক,পৌর মেয়র আলি আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলিম সুজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল প্রমুখ।পরিচালনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অধীর কুমার গুহ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ( ভারপ্রাপ্ত) সারমীন ইয়াছমীন বলেন, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারী,স্মার্ট খতিয়ান,স্মার্ট ভূমির ম্যাপ,ভূমি বিয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত যে কোন ভূমিসেবা প্রদানে নাগরিক সুবিধা পাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ