মেডিকেল কলেজ, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধণা প্রদান করা হয়েছে। শনিবার ১৫ জুন দুপুরে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের কনফারেন্স রুমে “শিক্ষার তরে কিছু যে করিবে দান, সেই বংশে নিশ্চয়ই জন্মিবে বিদ্বান” এই প্রতিপাদ্যেগৌতম বিশ্বাস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অচিন্ত কুমার বালা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহ আলম, বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অসীম বাড়ৈ,।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সরকারি বঙ্গবন্ধু কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধণা অনুষ্ঠানে সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক মীরা মজুমদার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঈনউদ্দিন আহমেদ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদ আলী খন্দকার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফখরুজ্জামান সৈকত , কৃতি শিক্ষার্থী পিয়াল সাহা, লামিয়া হামিদ অর্পা, তাসনিম তানহা অনন্যা,নওরীন আমিন, অর্পিতা বিশ্বাস মলি, অরিন্দম মন্ডল, মোস্তফা নূর আলম,মুনতারিন নূর দিশা, এসএম আদনান আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।পরে ৭০ শিক্ষার্থীর হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দিয়ে তাদের সম্বর্ধণা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার বলেন, শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও উৎসাহিত করতে ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে । আগামীতে সুখি, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে এ শিক্ষার্থীরা বড় ভূমিকা রাখবে। তাই তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত, গুনগত ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতেই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা । তাদের এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ মেধাবী প্রজন্মের হাত ধরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।