চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার ১০ নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ঈদুল আজহা সোমবার (১৮জুন) রাত সাড়ে দেড়টার দিকে কড়লডেঙ্গা ইউনিয়নের স্থানীয় উত্তর ভূর্ষি ঋষিমঠ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত হওয়া দোকানদার পংকজ চৌধুরী জানান, রাতে হঠাৎ করে দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।
মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে অদৈত ভাণ্ডার, বিমল স্টোর ও দিলীপের লন্ড্রির দোকান নামে তিনটি দোকান পুড়ে যায়। আগুনে ফার্মে মুরগি ও মূল্যবান মালামাল পুড়ে অন্তত সাড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে অর্জুন চৌধুরীর ছেলে পংকজ চৌধুরীর ৬ লাখ ৪০ হাজার, সুকুমার দাশের ছেলে শিমুল দাশের ৬ লাখ ও নিরদ সুকলা দাশের ছেলে দিলীপ দাশের ১০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।