তেঁতুলিয়া পঞ্চগড়ে আবারও পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হল পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় আবারও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার বাংলাবান্ধা বাজারে একটি ওয়ার্কশপের সামনে থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
জানা গেছে, দুপুরে এক নারী শ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি কুড়িয়ে পান। পরে সেটি ভারী লোহা মনে করে আল-আমিন ওয়ার্কশপের সামনে নিয়ে আসেন।
এ সময় সামনে থাকা আলম নামে এক ভাঙারির দোকানদার তা কেজি দরে ১৫০ টাকায় কিনে নেন। পরে লোকজন সেটি মর্টারশেল বলে চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানায়।
ইউপি সদস্য এ তথ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে ওই ওয়ার্কশপে নিরাপদ বেষ্টনী করে মর্টারশেলটি রাখেন।
এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটিকে বালুভর্তি বস্তায় নিয়ে সংরক্ষিত স্থানে রেখেছি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি ভারত-ভুটান থেকে পাথরের সঙ্গে আসতে পারে।
উল্লেখ্য, এর আগে দুইবার একই ইউনিয়ন থেকে পাথরের এলাকা থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল।