গোপালগঞ্জ ব্যাংকপাড়াস্থ চাঁদমারী রোডের হীরাবাড়ি মোড় এলাকার বাসিন্দা মোসম্মৎ দুলু বেগমের একমাত্র ছেলে মোঃ আল আমীন শেখ (৩২) গুরুতর অসুস্থ। তার হার্টের ভাল্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে জীবন সংকটাপন্ন অবস্থায় পতিত এমুহূর্তে।
তার জীবন বাঁচতে অতিদ্রুত ভাল্ব প্রতিস্থাপনের ব্যাবস্থা করা প্রয়োজন এবং যার ব্যায়ভার বহন করা এই দরিদ্র পরিবারটির জন্য সম্পূর্ণরূপে দুঃসাধ্য। এই এলাকায় জন্ম থেকে বেড়ে ওঠা অত্যন্ত নম্র-ভদ্র-সদালাপি ছেলেটিকে যারা চেনেন তারা জানেন যে, স্কুল জীবন থেকেই পরিবারের দায়িত্বভার কাঁধে নিয়ে পড়ালেখার পাশাপাশি দিনে নিজেদের লন্ড্রীর কাজ এবং রাতে চাকুরী করে মা এবং একমাত্র বোনকে নিয়ে এতোদিন কোনরকমে জীবন অতিবাহিত করে আসছিলো।
আল আমীনই ছিলো একমাত্র অবলম্বন ও উপার্জনক্ষম ব্যাক্তি।পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তির এইরূপ গুরুতর অসুস্থতায় তাদের জীবিকা নির্বাহের পথও একরকম বন্ধ। সহায় সম্বল বিক্রি, ধারদেনা ও মানুষের সাহায্য সহোযোগিতায় কোনরকম জীবন অতিবাহিত করে আল আমীনের নিয়মিত চিকিৎসা ব্যায়ও বহন করা তাদের জন্য সম্ভব হচ্ছেনা।
চিকিৎসকের পরামর্শ মতে তার শারীরিক অবস্থা এমুহূর্তে যে পর্যায়ে আছে তাতে দ্রুত হার্টের ভাল্ব প্রতিস্থাপনের ব্যাবস্থা না করতে পারলে যেকোনো সময় তার জীবন বিপন্ন হতে পারে । অত্যন্ত ব্যায় বহুল এই চিকিৎসায় তার চিকিৎসকের সর্বোচ্চ সাহায্য -সহোযোগিতা পরেও ভাল্ব প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করতে এমুহূর্তে কমপক্ষে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা প্রয়োজন।
তাই সকল দেশ- বিদেশের চেনা, পরিচিত জন সহ সমাজের সকল স্তরের সুহৃদ মানবিক মানুষদের প্রতি এই দরিদ্র অসহায় মায়ের একমাত্র অবলম্বন আল আমীনের জীবন বাঁচতে সাহায্যের বিনীত আবেদন জানানো হলো। যে যেভাবে যেটুকু পারি তা দিয়ে এবং আন্তরিকভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা আল আমীনকে বাঁচাতে পারবো।
এবিষয়ে বিস্তারিত কোনো তথ্য ও যোগাযোগ প্রয়োজন হলে তার মা সহ নিম্নে উল্লেখিত ব্যাক্তিবর্গের সংগে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ