সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় এজজন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমদারি আসামী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত।
গতকাল রোববার সকালে নব নির্বাচীত সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুইঞা লুটুল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ মো: কামরুল হাসান তার জামিন আবেদন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আনিচুর রহমান সাংবাদিকদের কাছে জানিয়েছেন যে গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানকে আদালতের বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরন করেছেন।
এর আগে সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুইঞা মাননীয় হাইকোর্টের নির্দেশে জামিনে ছিলেন।
বিগত ৮ মে অনুষ্ঠিত নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদে তিনি নির্বাচীত হন। ১৪ মে তার সমর্থকদের গুলিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক ওসিকুর ভুইঞা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ১৬ মে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুইঞা লুটুলকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় মামলা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ