চট্টগ্রামে পযর্স্ত ডাক্তার নার্স না থাকায় সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের নির্দেশ

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
39.1kভিজিটর

চট্টগ্রাম নগরীর সেন্ট্রাল সিটি হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নার্স না থাকায় হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকা ও চিকিৎসাসেবা যথাযথ না থাকায় গত ৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালটি বন্ধ করার নির্দেশনা এসেছে। আমরা বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছি।

এর আগে গত ৪ মার্চ হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। সে সময় তিনি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স না থাকা ও প্রতিষ্ঠানটির ল্যাবেও প্রয়োজনীয় জনবল না থাকার প্রমাণ পান।

তা ছাড়া নিয়ম অনুযায়ী যে সংখ্যক চিকিৎসক থাকার কথা তা না পাওয়ায় হাসপাতালটি সে সময় সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x