মাসুদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি:সম্প্রতি রোটারেক্ট ক্লাব অফ চট্টগ্রাম রেইনবো ক্লাবের ২০২৪-২৫ রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত সোমবার(১জুলাই)।গত ৩০জুন,রবিবার সর্বশেষ মিটিং এ এই নতুন কমিটি গঠন করা হয়।
রোটারেক্ট ক্লাবের নতুন এই কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রোটা. মেহেদী হাসান রিব্বী ,সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী রোটা. উম্মে সালমা হক এবং ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রোটা. মো.কামরুল হাসান।
এবছর সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটা. মো: নজরুল ইসলাম এবং রোটা. এস এম আসিফ রায়হান!
এবছর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রোটা. মো.মাসুম বিল্লা।কোষাধ্যক্ষ হিসেবে রোটা. বৈশাখী চক্রবর্তী সেতু, সার্ভিস ডিরেক্টর হিসেবে রোটা. মুকুল চন্দ্র রায়, রোটা. সিরাজুল ইসলাম তুহিন, রোটা. জিসান শাকিল এবং এবং ইডিটর হিসেবে রোটা. সুশান্ত রায় দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান রিব্বী বলেন "রোটারেক্ট আন্দোলন মুলত নিজ ব্যক্তিত্ব, লিডারশীপ বিকাশে তরুণ তরুণীদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ দেয়! বন্ধুত্বপূর্ণ সেবার মাধ্যমে সামাজিক উন্নয়নে এগিয়ে যায়!
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ