ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ঘোষপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে সরকারি জমিতে অবৈধ ভাবে পাকা ঘর উত্তোলণের অভিযোগ উঠেছে।
বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, জয় বাংলা বাজার ও লংকারচর প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি দেড় শতাংশ জমিতে পাকা ঘর উত্তোলণ করছেন মো. রাজিবুল ইসলাম। তিনি লংকারচর গ্রামের হাফিজার মোল্যার ছেলে। দখলকৃত জমির বাজার দর প্রায় ১৫ লাখ টাকা।
এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে। জমি দখলকারী কোন কাগজ পত্র দেখাতে পারেননি। তবে কিভাবে এ সরকারি জমি দখল করে পাকা স্থাপনা করছে তা জানা নেই করো।
এভাবে সরকারি জমি দখল করলে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমন ভূমি দখলকারীদের দৌরাত্ম্য বেড়ে যাবে।
মো. রাজিবুল ইসলাম জানান, এই জমি আমার চাচা ভোগ দখলে ছিল। তাঁর কাছ থেকে পজিশন মৌখিকভাবে ক্রয় করেছি। কোন প্রকার কাগজ পত্র নেই।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীন হাসান চৌধুরী বলেন, অনুমোদন ছাড়া সরকারি জমিতে পাকা স্থাপনা তৈরী করা সম্পন্ন নিষেধ। ঘটনা স্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ