সবার আন্তরিকতায় বোয়ালখালীকে স্বাভাবিক অবস্থা ফিরে আনা সম্ভবএম মনির চৌধুরী রানা বোয়ালখালী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
30.8kভিজিটর

সৃষ্ট পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ১০ আগস্ট সকালে বোয়ালখালী থানা কম্পাউন্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামের বোয়ালখালীতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪-পদাতিক ডিভিশন মেজর শওকত এসব কথা বলেন।

এ লক্ষ্যে স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করে সুশৃঙ্খল ও সুন্দর দেশ বিনির্মাণ করার আহবান জানান তিনি। মেজর শওকত বলেন, এ এলাকা আপনাদের, এলাকার শান্তি- শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ আপনাদেরই দায়িত্ব। আমরা এসেছি আপনাদের সেবা করতে, আজকের মতো সবসময় আপনাদের সহযোগিতা পাবো সে আমার বিশ্বাস।

উপজেলা প্রশাসন, থানা প্রশাসন শিক্ষক, সাংবাদিক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় সুন্দর দেশ বিনির্মাণ করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সাংবাদিক লোকমান চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক এম এ মন্নান, রাজু দে, পুজন সেন, আলমগীর চৌধুরী, দেবাশীষ বড়ুয়া রাজু, নজরুল ইসলাম, বাবর মুনাফ, আবু নাঈম, প্রভাস চক্রবর্তী ও মো. জাহেদ। এর আগে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহসীন উদ্দিন, বোয়ালখালী নুরুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ এন এম ফখরুদ্দিন, মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, চরণদ্ধীপ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক বাপন ভঞ্জ, বিশ্বজিৎ বড়ুয়া,কামরুল হাসান, জামানুল ইসলাম, মো. ইলিয়াছ, শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়ালি নুরুন্নবী চৌধুরী, পুরোহিত সহ মুক্তিযোদ্ধা-সাংবাদিক-শিক্ষক-ছাত্র-ধর্মীয় ও পেশাজীবি প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x