গোপালগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার ১৩ আগস্ট বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি,
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর আক্তার, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাসেদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে.এম বাবর, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মঈন উদ্দিন খান সিফাত, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত, প্রসূন মন্ডল, সৈয়দ আকবর, মিজানুর রহমান মানিক,
বিএম জুবায়ের হোসেন, জয়ন্ত শিরালী, কে এম সাইফুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ বাড়ৈ মণি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের আন্তরিক প্রচেষ্টায় এ পরিস্থিতি ভবিষ্যতে আরো ভালো করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ