চট্টগ্রামে বোয়ালখালীতে কোন সমন্বয়ক নেই। তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ভিত্তিক ৬ জন বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি রয়েছে। উপজেলাতে কেউ সমন্বয়ক দাবী করলে সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসাকে তা অবহিত করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইয়িদ।
গত মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রশাসনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনীতি চলবে না।
রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে করা যাবে। বিশেষ করে গুজব প্রচার বন্ধ করতে হবে। তথ্য নিশ্চিত না করে কেউ গুজব ছড়াবেন না। সবাইকে নিরাপদে থাকতে হবে। একে অপরকে নিরাপদে রাখবে হবে। এক স্বৈরশাসককে বিতাড়িত করেছি মানে এই নয় যে আরেক স্বৈরশাসক আসবে।
আমরা চাই দেশেকে যারা ভালোবাসবে তারাই দেশ পরিচালনা করবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, মেজর মো. শওকত, বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন, দক্ষিণ জেলার সমন্বয়ক মো. নাছির, মো. রাইহান,মো. এনামুল হক, আব্দুল হামিদ,প্রান্তসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ