বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নে ৬ ই আগস্ট দোকান দখল করে বিএনপির কার্যালয় সম্বলিত ব্যানার সাঁটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায় গত ৫ ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর ৬ই আগস্ট বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম কবির সেলিমের ইন্ধনে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান ইউসুফের নেতৃত্বে দোকানের মালামাল লুটপাট করে ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয় সম্বলিত একটি ব্যানার সাঁটিয়ে দেয়া হয়।
দোকানের মালিক রুহুল রাড়ী বলেন, আমি নিরিবিলি মানুষ কোন দল করি না। কিন্তু ৬ ই আগস্ট বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ও বিদ্যানন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান ইউসুফের নেতৃত্বে অর্তকিত ভাবে আমার দোকানে থাকা নগদ ৮০ হাজার টাকাসহ সাড়ে ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পরে তাঁরা ভয় ভীতি প্রদর্শন করে একটি ভিডিও ধারণা করে তাতে আমাকে বলায় যে দোকানের সব মালামাল আমি বুঝে পেয়েছি। বাস্তবে আমি কিছুই পাইনি।
এ বিষয়ে বিদ্যান্দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান বলেন মূল দোকানের মালিক সাইদুল রাঁড়ী কিন্তু রুহুল রাঁড়ীর দখলে ছিল এলাকার কিছু লোকজন দোকান টি রুহুল রাঁড়ীর থেকে দখলে নিয়ে বিএনপির কার্যালয় সম্বলিত একটি ব্যানার সাঁটিয়ে দেয় আমি গিয়ে অবমুক্ত করে মূল মালিকের কাছে দোকানটি বুঝিয়ে দেই।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ